বগুড়া: জেলার শিবগঞ্জে অভিযান চালিয়ে ৭৪০পিস বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশনসহ সুজন কিসকু (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয় অভিযান চালিয়ে উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সুজন কিসকু দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত লাতালিউস কিসকু এর ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় জয়পুরহাট থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে সুজন কিসকু এর নিকট ৭৪০পিস বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশন পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, ‘অবৈধ বুপ্রেনরফিনযুক্ত ইনজেকশনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।’