Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে কোনো সন্ত্রাস-চাঁদাবাজ থাকবে না: বুলবুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ২৩:৩০

চাঁপাইনবাবঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী  ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল

চাঁপাইনবাবগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবঞ্জ সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী  ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, কোনো সন্ত্রাস ও চাঁদাবাজি চলবে না, আগামী দিনে একটি শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা হবে চাঁপাইনবাবগঞ্জকে। জেলার সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরাম আয়োজিত ছাত্র-যুব উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলেও বুলবুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে শান্তিপূর্ণ চাঁপাইনবাবগঞ্জ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথি বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডাকসু ভিপি সাদিক কায়েম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাকসু ভিপি ইব্রাহিম রনি।

স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর। এর আগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিজয়ী চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তানদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় জেলার হাজারো জামায়াত নেতা-কর্মী, ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর