Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯০৯ দিন পর ক্যাম্প ন্যুতে ফিরেই লা লিগার শীর্ষে বার্সা

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ০৯:১৮ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ০৯:২১

৪-০ গোলের বড় জয়ে শীর্ষে বার্সা

প্রায় আড়াই বছর আগে শেষবার নিজেদের প্রিয় এই স্টেডিয়ামে খেলতে নেমেছিলেন তারা। সংস্কারের পর আবারও ক্যাম্প ন্যুতে ফিরল বার্সেলোনা। ৯০৯ দিন পর নিজেদের মাঠে ফিরে দাপুটে জয় পেল কাতালানরা। লা লিগায় তোরেস, লেভানডস্কি, লোপেজের গোলে অ্যাথলেটিক ক্লাবকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সা।

ক্যাম্প ন্যুতে বার্সার ফেরা উপলক্ষে পুরো স্টেডিয়াম সেজেছিল বর্ণিল সাজে। ম্যাচের শুরুতেই হাজারো সমর্থককে আনন্দে ভাসান লেভানডস্কি। ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি।

হাফ টাইমের ঠিক আগে দ্বিতীয় গোল আসে ফেরান তোরেসের পা থেকে। লামিন ইয়ামালের অবিশ্বাস্য এক অ্যাসিস্টে বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সা।

বিজ্ঞাপন

বিরতির পর ৪৮ মিনিটের মাথায় তৃতীয় গোল আসে ফিরমিন লোপেজের পা থেকে। এই গোলে অ্যাসিস্ট ছিল গারসিয়ার। ম্যাচের অন্তিম মুহূর্তে ইয়ামালের আরেকটি অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল পান তোরেস।

৪-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে ১৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরল কাতালানরা। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। আজ এলচের বিপক্ষে ড্র করলেই আবার শীর্ষে ফিরবে রিয়াল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর