Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে হতাশ করে লড়াই করছে আয়ারল্যান্ড

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১১:৫১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১২:০০

চতুর্থ দিনশেষে প্রতিপক্ষের ৬ উইকেট তুলে নেওয়ায় বড় জয়ের আভাস পাচ্ছিলেন তারা। বাংলাদেশ জয় তুলে নেবে ৫ম দিনের প্রথম সেশনেই, ধারণা করা হচ্ছিল এমনটাই। তবে আজ মিরপুরে শান্ত-তাইজুলদের চমকে দিয়ে দারুণ এক লড়াই উপহার দিয়েছে আইরিশরা। প্রথম সেশনে মাত্র দুই উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। ক্যামফারের দারুণ এক হাফ সেঞ্চুরির সুবাদে লাঞ্চ পর্যন্ত আইরিশদের স্কোর ৮ উইকেটে ২৬৩ রান। জয়ের জন্য এখনো তাদের দরকার ২৪৬ রান, বাংলাদেশের প্রয়োজন ২ উইকেট।

৫ম দিনের প্রথম ভাগে আইরিশদের অলআউট করার লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে তাইজুল-মিরাজদের দারুণভাবে সামলেছেন ক্যামফার, ম্যাকব্রেইন ও নেইলরা। ৭ম উইকেটে ক্যামফার ও ম্যাকব্রেইন খেলেছেন ১০৫ বল। বাংলাদেশকে হতাশ করে দিনের প্রথম ঘণ্টার প্রায় পুরোটা দারুণভাবেই ব্যাটিং করেছে এই জুটি।

বিজ্ঞাপন

২৬ রানের জুটি ভাঙে তাইজুলের আঘাতে। ম্যাকব্রেইনকে ফিরিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে ২৫০ উইকেট শিকার করেন তাইজুল।

এরপর জুটি বাঁধেন ক্যামফার ও নেইল। এই জুটি ব্যাটিং করেছে প্রায় ১৪ ওভার। বাংলাদেশকে হতাশ করে তারা যোগ করেন ৪৮ রান।

এই জুটি ভাঙে মিরাজের কল্যাণে। নতুন বল নেয়ার পরপরই ৩০ রান করা নেইলকে বোল্ড করে স্বস্তি ফেরান মিরাজ। তখন ম্যাচের শেষটা দেখতে পাচ্ছিল বাংলাদেশ।

তবে লাঞ্চের আগ পর্যন্ত আর বিপদ হতে দেননি ক্যামফার ও হোয়ে জুটি। দারুণ এক ফিফটি এক প্রান্ত আগলে রেখেছেন ক্যামফার। তাকে ভালো সঙ্গ দিচ্ছেন হোয়েও। এই জুটি এখন পর্যন্ত যোগ করেছে ৬৯ বলে ২৬ রান।

২০৩ বলে ৬৩ রানে অপরাজিত আছেন ক্যামফার। ১৮ রানে তার সঙ্গী হোয়ে। এই ইনিংসে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর