Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ ২০২৫
২ দিনে শেষ পার্থ টেস্ট, বড় ক্ষতির মুখে অস্ট্রেলিয়া!

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৪:০৫

২ দিনে ম্যাচ শেষ হওয়ার বড় ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

মাত্র ২ দিনেই শেষ এবারের অ্যাশেজের প্রথম টেস্ট। পার্থে মিচেল স্টার্ক ও ট্রাভিস হেডের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। মাঠের জয়ে আনন্দে ভাসলেও ক্রিকেট অস্ট্রেলিয়া পড়েছে বেশ বিপাকে। দুই দিনে ম্যাচ শেষ হওয়ায় প্রায় ৩৭ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড!

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস (এএপি) জানিয়েছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পার্থ টেস্টে তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই ৩০ লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা ছিল। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ কোটি!

এই পুরোটাই এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে। শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ৫১৫৩১ জন দর্শক। শনিবার এসেছিলেন ৪৯৯৮৩ জন, যা গত বছর অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের চেয়েও বেশি।

বিজ্ঞাপন

সব মিলিয়ে ৬০ হাজার আসনের পার্থ স্টেডিয়ামে তৃতীয় দিনের বেশির ভাগই টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল। ম্যাচ দ্বিতীয় দিনে শেষ হওয়ায় পুরো টাকাই ফেরত দিতে হবে বোর্ডকে। একই সঙ্গে শেষ তিন দিনে নতুন করে টিকিট বিক্রির টাকাও পাওয়া যাবে না। আর এতেই বড় ক্ষতির মুখে পড়ল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর