Sunday 23 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে: নাহিদ ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৬:৩৫

এনসিপির সংবাদ সম্মেলন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার কথা উল্লেখ করে বলেছেন, ‘যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্ত করছে। নির্বাচনে ভাগাভাগি বা সমঝোতার পরিকল্পনা চলছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে।’

রোববার দুপুরে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনে অংশ নিতে সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সমর্থনেই এনসিপি এগিয়ে যাচ্ছে। তবে যেই সমতাভিত্তিক পরিবেশ থাকার কথা, তা আমরা দেখতে পাচ্ছি না। বহু বছর ধরে প্রশাসনের অপব্যবহার, জবরদখল, টাকার প্রভাব, কালো টাকা ও মাসল পাওয়ারের ব্যবহার এগুলো আমাদের নির্বাচন সংস্কৃতির অংশ হয়ে গেছে। ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোটই দিতে পারেনি।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, ‘নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের প্রয়োজনীয় দৃঢ় অবস্থান দেখা যাচ্ছে না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন নিয়ন্ত্রণের কথা বলছে, কীভাবে দখলে রাখতে হবে—সেটাও ঘোষণা দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে।’

তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ সংসদে আসবেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর