ঢাকা: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৫ হাজারেরও বেশি ভোটার নিবন্ধন করেছে।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের নিবন্ধন অ্যাপে এ তথ্য মিলেছে।
এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিবন্ধিতরাই পোস্টাল ব্যালটে ভোট দেবেন। তাই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন করে নিবন্ধনের সময় বেধে দিয়েছে নির্বাচন কমিশন।
প্রথম পর্বে ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর নিবন্ধন করতে পারবেন পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ৫২টি দেশের প্রবাসী বাংলাদেশি ভোটাররা।
প্রবাসী বাংলাদেশি ভোটার ও দেশের ভেতরের তিন ধরনের ব্যক্তির ১৮ নভেম্বর মঙ্গলবার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান এ তথ্য জানান জানান, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়ার নিবন্ধনে প্রবাসীরা বাকি অঞ্চলগুলোয় ধাপে ধাপে ১৮ ডিসেম্বর পর্যন্ত সুযোগ পাচ্ছেন।
এ ছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে এ সময় বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।
অ্যাপ চালুর পর রোববার বিকেল ৩টা পযন্ত ৩৪টি দেশে ১৫ হাজার ৭৫ জন নিবন্ধন করেছেন। নিবন্ধিতদের মধ্যে পুরুষ ১৩ হাজার ৮২১ জন এবং মহিলা ১ হাজার ২৫৪।
এরমধ্যে দক্ষিণ কোরিয়ায় ৬ হাজার ৬৭৯ জন, জাপানে ৩ হাজার ৭৩৮ জন, দক্ষিণ আফ্রিকায় ১ হাজার ৮০৮ জন ও চীনে ১ হাজার ১৫৫ জন রয়েছে। ২৩ নভেম্বর রাত ১২টার পর পুর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
এদিকে, নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মোবাইল অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটার নিবন্ধন কার্যক্রম ২৪ নভেম্বর রাত ১২টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়া ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।
চার দিনে পোস্টাল ভোটে নিবন্ধন ১৫ হাজার, শীর্ষে দ.কোরিয়া
স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৮
২৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:২৮
সারাবাংলা/এনএল/এনজে