চট্টগ্রাম ব্যুরো: বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরের সকল প্রবেশমুখে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) ডাকা অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার এক সমাবেশ থেকে সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে একাত্ম হয়ে অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের এপিএম টার্মিনালস নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে ৩৩ বছরের চুক্তি করেছে সরকার। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ আছে চুক্তিতে। একইদিন কেরাণীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। এছাড়া, বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালও (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত আছে সরকারের।
বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া বন্ধে শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামে এক শ্রমিক কনভেনশন থেকে ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখী সড়ক নগরীর আগ্রাবাদ, বড়পোল এবং মাইলের মাথা এলাকায় সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলার পক্ষ থেকে অবরোধ কর্মসূচিতে পূর্ণ সমর্থন ঘোষণার পাশাপাশি ৪ ডিসেম্বর একই দাবিতে জোটের যমুনা ঘেরাও কর্মসূচি সফল করার আহবানও জানিয়েছেন নেতারা।
সমাবেশে বাম নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের দেশের সম্পদ নিয়ে কোনো চুক্তির অধিকার নেই। সরকারকে সাম্রাজ্যবাদী শক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারা দেওয়ার চক্রান্ত রুখে দেওয়ার জন্য আমরা সর্বস্তরের জনতাকে অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানাই।
বামগণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার সমন্বয়ক শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জেলা সিপিবির সভাপতি অশোক সাহা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয় ও বাসদ নেতা আহমেদ জসিম।
এদিকে ২৬ নভেম্বর অবরোধ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাথে সংযুক্ত ৪৭টি শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। রোববার নগরীর বিআরটিসি মার্কেটে ফেডারেশনের কার্যালয়ে সংগঠনটির জেলা সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা থেকে একাত্মতা ঘোষণা করা হয়েছে।
সভায় ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য চরম হুমকি। এ চক্রান্ত রুখতে হবে।’
সভায় আরও বক্তব্য দেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি রবিউল মওলা ও সাধারণ সম্পাদক অলি আহামদ, আযম চৌধুরী, মো. ইলিয়াছ, হারুন অর রশিদ, আলাউদ্দিন ফারুক, জহুর উল্লাহ, শাহ আলম হাওলাদার, নুর হোসেন, মোহাম্মদ শফি, মনসুর আলম প্রমুখ।