টাঙ্গাইল: জেলার মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে ইয়াছিন (২৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুজন মোটরসাইকেলযোগে মধুপুরের রসুলপুর থেকে ঘাটাইলের উদ্দেশ্যে বন এলাকা পাড়ি দেওয়ার সময় মোটরসাইকেলের গতি বেপরোয়া থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পিলারে সঙ্গে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের ওই দুই আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।