Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫ ০৯:০৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৩:০৫

ছবি: আল জাজিরা

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়থাম আলী তাবাতাবাই নিহত হয়েছেন। সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

রোববার (২৪ নভেম্বর) বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়ে এলাকার হারেত হেরেক মহল্লার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলায় তিনি ও আরও কমপক্ষে পাঁচজন নিহত হন। দলটির সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে পরিচিত তাবাতাবাইয়ের মৃত্যু নিশ্চিত করেছে হিজবুল্লাহ।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মহান কমান্ডার তাবাতাবাই বৈরুতের দক্ষিণ উপশহর হারেত হেরেকে ইসরায়েলের বিশ্বাসঘাতক হামলায় নিহত হয়েছেন। তবে তার দায়িত্ব সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংগঠনটি। ২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির পর এটি হিজবুল্লাহর সবচেয়ে উচ্চপদস্থ কমান্ডারের মৃত্যু, যাকে উল্লেখযোগ্য সফলতা দাবি করে ইসরায়েল।

বিজ্ঞাপন

ইসরায়েল দাবি করেছে, পরিকল্পিতভাবে তাবাতাবাইকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানায়, গত এক বছরের মধ্যে তাকে হত্যার এটি ছিল তৃতীয় চেষ্টা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ও নিশ্চিত করেছে যে এ হামলার লক্ষ্য ছিলেন তাবাতাবাই।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ২৮ জন আহত হয়েছেন।

এর আগে গত বছর ইসরায়েল বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করেছিল।

ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে এবং সাম্প্রতিক মাসগুলোতে কয়েকবার বৈরুতেও হামলা হয়েছে। এই সপ্তাহে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর