সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো জিতে বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গিয়েছিলেন তারা। বড় এই লিড অবশ্য পরের দুই ম্যাচেই খুইয়ে ফেলল রিয়াল মাদ্রিদ। এলচের মাঠে দুইবার পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে রিয়াল। টানা দুই ম্যাচে রিয়ালের পয়েন্ট হারানোয় আবার জমে উঠেছে লা লিগার শিরোপা লড়াই।
গত কয়েক সপ্তাহ ধরেই চলছে রিয়ালের দুর্দশা। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের কাছে হেরেছিলেন তারা। এরপর লা লিগায় রায়ো ভায়োকানোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল রিয়াল।
আগের রাতে বড় জয়ে লা লিগার শীর্ষস্থান ফিরে পেয়েছিল বার্সা। এলচের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শীর্ষস্থান ফিরে পাবে রিয়াল, এমন সমীকরণ মাথায় রেখেই মাঠে নেমেছিলেন এমবাপে-বেলিংহামরা।
এলচের মাঠে শুরু থেকেই ভুগতে হয়েছে রিয়ালকে। প্রথমার্ধে অবশ্য অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি এলচে। গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রিয়ালকে চমকে দিয়ে লিড নেয় এলচে। অ্যালেক্স ফেবাসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৭৮ মিনিটে ম্যাচে সমতা ফেরান ডিন হুইসেন।
৮৪ মিনিটে রদ্রিগেজের গোলে আবার লিড ফিরে পায় এলচে। ২-১ গোলে এগিয়ে গিয়ে অবিশ্বাস্য এক জয়ের স্বপ্ন দেখছিলেন তারা।
শেষ পর্যন্ত রিয়ালকে সান্ত্বনার ড্র এনে দেয় ৮৭ মিনিটে করা বেলিংহামের গোল। ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই ড্রয়ে ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বার্সা।