Thursday 08 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে নতুন লঘুচাপের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৫ ১২:১৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৪:৫৫

ফাইল ছবি।

ঢাকা: দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সাগরে এই অবস্থার পরও আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, ‘সাগরে লঘুচাপের সৃষ্টি হলেও দেশের আবহাওয়া সাময়িকভাবে শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।’

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (২৫ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। দেশের আবহাওয়া শুষ্ক, রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার (২৬ নভেম্বর) আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ও শুক্রবার (২৭ নভেম্বর ও ২৮ নভেম্বর) আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর সতর্ক করেছেন, লঘুচাপ ঘনীভূত হলে বঙ্গোপসাগর ও আশেপাশের অঞ্চলে বাতাস ও সমুদ্রের আচরণ অস্থির হতে পারে। তাই সমুদ্রবন্দর, জেলেরা ও পর্যটকদের বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর