ঢাকা: এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারের দ্বিতীয় দিন উৎসাহ-উদ্দীপনায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শাহবাগে অবস্থিত শহিদ আবু সাঈদ কনভেনশন হল। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই দিনব্যাপী এ সাক্ষাৎকার কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে শাহবাগে শহিদ আবু সাঈদ কনভেনশন হলে শুরু হওয়া এ সাক্ষাৎকার চলবে রাত ৯টা পর্যন্ত। এর আগে গতকাল রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।
সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়নপ্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথক পৃথকভাবে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। পুরো কার্যক্রমজুড়ে দলীয় নেতা–কর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে।
গতকাল রোববার সর্বমোট ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশি সাক্ষাৎকারে অংশ নিয়েছে। এরমধ্যে খুলনা বিভাগ থেকে ৩০জন, রাজশাহী বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, ঢাকা বিভাগের ৬৫ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৪৩ জন, ফরিদপুর বিভাগের ৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৪০ জন, কুমিল্লা বিভাগের ৪৫ জন, সিলেট বিভাগের ১২ জন।