ঢাকা: রাষ্ট্রায়ত্ত বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত ও পরিচালিত ৭টি বিদ্যুৎ কেন্দ্রের ট্যারিফ হার পুনঃনির্ধারণ করেছে সরকার।
সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত ‘সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে ট্যারিফ হার পুনঃনির্ধারণ সংক্রান্ত ৭টি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
ট্যারিফ হার পুনঃনির্ধারণ করা বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে- রূরাল পাওয়ার কোম্পানি লিমিটেড কর্তৃক নির্মিত ‘গাজীপুর ১০৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’; ‘রাউজান ২৫.৫ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’ ও ২০ বছর মেয়াদে গাজীপুর কড্ডায় অবস্থিত ৫২.১৯৪ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র।
বি-আর পাওয়ার জেন লিমিটেড কর্তৃক বাস্তবায়িত ‘শ্রীপুর ১৬০ মেগাওয়াট এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র’; কড্ডা গাজীপুর ১৪৯.৩৫৬ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র’; ‘মিরসরাই ১৬৩ মেগাওয়াট ডুয়েল-ফুয়েল (এইচএফও/গ্যাস) বিদ্যুৎ কেন্দ্র’।
সপ্তম বিদ্যুৎ কেন্দ্রটি হচ্ছে- ‘সোনাগাজী ৫০ মেগাওয়াট (সংশোধিত ৭৫ মেগাওয়াট) সৌর বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর গঠিত স্ট্যান্ডিং কমিটি কর্তৃক সুপারিতকৃত পুনঃট্যারিফ হার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।