Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে যুবকদের ভূমিকা রাখতে হবে: জুবায়ের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৬:৩৩

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠক। ছবি: সারাবাংলা

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুবকদেরকে ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে আহ্বায়ক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ আহবান জানান।

জামায়াতে ইসলামীর সিনিয়র প্রচার সহকারি মুজিবুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বৈঠকে যুব ও ক্রীড়া বিভাগের কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং বাংলাদেশের যুব সমাজকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনের লক্ষ্যে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, মুহাম্মাদ কামাল হোসাইন ও মাওলানা ইয়াছিন আরাফাত।

আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন এবং সদস্য হাসানুল বান্না বাদল, নাসির উদ্দিন সজল, খান হাবিব মোস্তফা ও মোহাম্মদ আরাফাত এবং ঢাকা দক্ষিণের সদস্য শাহীন আহমেদ খান, মোতাসিম বিল্লাহ ও আব্দুলাহ আল নোমান।

সারাবাংলা/এমএমএইচ/জিজি