ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে এ প্রতিনিধি দলে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদসহ আরও দুই সদস্যও রয়েছেন।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচন, গণভোট বিষয়সহ নানান বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
এদিকে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রতিনিধি দল। বেলা ৪টা ২০ মিনিটে ওই বৈঠক শুরু হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র প্রতিনিধি দলে আছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম। তবে তাদের আলোচনার এজেন্ডার বিষয়ে কিছু জানা যায়নি।