Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল আবুলের মন্তব্য সীমাহীন অপরাধ: ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৪০

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে তাই সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, বাউল আবুল হোসেন মহান আল্লাহ তায়ালা সম্পর্কে অশালীন-অশ্লীল মন্তব্য করে সীমাহীন অপরাধ করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ। ধর্ম সম্পর্কে তাদের অনুভূতি খুবই সংবেদনশীল। এই সুন্দর ও উত্তম নাগরিক বৈশিষ্ট ব্যবহার করেই কুচক্রী মহল বার বার অস্থিরতা তৈরির অপচেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাউল আবুল হোসেন মহান আল্লাহ তায়ালা সম্পর্কে অশালীন-অশ্লীল মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করেছে। এখন আরেকদল সেই সুযোগে স্বার্থ হাসিলের নোংরা খেলায় মেতে উঠেছে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, বাউলকাণ্ডে প্রতিক্রিয়াকে বড় করে দেখানো হচ্ছে। বাউল আবুল হোসেনের ধৃষ্টতামূলক মন্তব্যকে আমলে না নিয়ে প্রতিক্রিয়ায় জনতা কি করেছে তা প্রধান করে তোলা হয়েছে। অথচ বাউল আবুল হোসেন যে অশ্লীল ও অশালীন মন্তব্য করেছে তা সীমাহীন অপরাধ। মানুষের বাকস্বাধীনতা আছে কিন্তু কাউকে অপমান করা, কারো বিশ্বাসকে আঘাত করা শাস্তিযোগ্য অপরাধ। বাউল আবুল হোসেন সেই অপরাধ করে পরিস্থিতি উসকে দিয়েছে।

তিনি বলেন, যারা বাউল আবুল হোসেনের পক্ষ নিচ্ছেন তাদের কোন রাজনৈতিক হীন অভিলাষ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। এবং এই ঘটনায় সাধারণ জনতার ওপরে দোষারোপের রাজনীতি চলছে, পুলিশি হয়রানীর যে পাঁয়তারা চলছে তা রোধ করতে হবে।

অধ্যক্ষ ইউনুস আহমদ সকলের প্রতি আহবান রেখে বলেন, যে কোনো ঘটনায় আমাদের বস্তুনিষ্ট দৃষ্টিতে দেখতে হবে। ইনসাফের সঙ্গে পক্ষ বাছাই করতে হবে। প্রতিটি ঘটনার ক্রিয়া ও তার প্রতিক্রিয়া কি, কারা এর দ্বারা লাভবান হচ্ছে তা বিবেচনায় নিতে হবে। জাতির এই ক্রান্তিকালে সবাইকে সতর্ক থাকতে হবে।