Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্লবীতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ২


১৩ জুলাই ২০১৮ ১৭:২২

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর পল্লবীর বারনটেক এলাকায় সাদিকুল ইসলাম শিপন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার গলায় ইলেকট্রিক তার পেঁচানো ছিল। এ ঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ।

শুক্রবার (১৩ জুলাই) ভোরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিপন বারনটেক এলাকার স্থায়ী বাসিন্দা। বাবার নাম কুদ্দুস মিয়া, তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, গতকাল রাত ৮টার দিকে শিপন বাসা থেকে বের হয়। পরে মধ্যরাতে বাসার সামনে গলায় ইলেকট্রিক তার পেঁচানো অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয় তার পরিবার। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি দাদন ফকির সারাবাংলাকে বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। তবে এই ঘটনায় সন্দেজনক ২ জনকে আটক করা হয়েছে।’

আরও পড়ুন: বিএফইউজে নির্বাচন: ভোটাররা চাচ্ছেন সৎ ও যোগ্য নেতৃত্ব

সারাবাংলা/এসএইচ/এমও/

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর