Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর শক্তিশালী ভূমিকা জরুরি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ০০:০০

সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ

রংপুর: সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঘোষিত সময়মতোই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে সব প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল (রমেক) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই পরিদর্শনের মাধ্যমে উপদেষ্টা হাসপাতালের সেবা মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

শারমীন এস মুরশিদ বলেন, ‘নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি শেষ করেছে। তারা সময়মতো নির্বাচন আয়োজন করতে সক্ষম। তবে শুধু ইসি নয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে রাজনৈতিক দলগুলোকেও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। সরকারের তুলনায় নির্বাচন কমিশনকেই এ সময় বেশি প্রস্তুত থাকতে হবে।’

বিজ্ঞাপন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিষয়ে উপদেষ্টা বলেন, পাড়া-মহল্লায় এই অপরাধ দমনে সরকার কাজ করছে এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা দরকার।

তিনি বলেন, ‘যেভাবে মুক্তিযোদ্ধারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন—ঠিক সেভাবেই প্রতিটি পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে, যেন কোথাও নারী-শিশু নির্যাতন, বিশৃঙ্খলা বা অশান্তি সৃষ্টি না হয়।’

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সেবা ও ব্যবস্থাপনা উন্নয়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সেবার মান বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে আরও উন্নয়ন চলবে।

পরিদর্শনকালে রংপুরের জেলা প্রশাসক, সমাজসেবা অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর