Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে ৮ দলের লিয়াজো কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ০৯:০৩

সিলেট: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিত করতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচী ঘোষণা করেছে জামায়াত সহ ৮ দল। আগামী ৬ ডিসেম্বর (শনিবার) দুপুর ২টায় সিলেটের সরকারি আলিয়া মাদরাসা ময়দানে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সর্বসম্মতিক্রমে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং সমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।

বিজ্ঞাপন

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামকে সমন্বয়ক ও ১২ জনকে সদস্য করে গঠিত ১৩ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ ও সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের লিটে মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও জেলা সভাপতি হাফিজ মাওলানা আবু ইউসুফ চৌধুরী, খেলাফত আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ।

এদিকে সভা শেষে ৮ দলের এক যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিংয়ে ৮ দলের কেন্দ্রীয় লিয়াজো কমিটির পক্ষে বক্তব্য দেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন জাগপা ও বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টির সিলেট জেলা ও মহানগরের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৫ দফা দাবিতে ৮ দল যুগপৎ কর্মসূচি পালন করে আসছে। এর আলোকে দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ৩০ নভেম্বর থেকে এসব কর্মসূচী পালিত হবে। সবশেষে ৬ ডিসেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সিলেটে ৮ দলের ১৩ সদস্য বিশিষ্ট একটি লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

যৌথসভায় নেতৃবৃন্দরা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে রয়েছে ৮ দল। এরই মধ্যে সরকারি আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে। তবে চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট নির্বাচনের আগে করার দাবি ছিল আমাদের। কিন্তু সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছি। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশে তাদের দাবির আংশিক পূরণ হয়েছে। তবে জুলাই হত্যাকাণ্ডে অন্য অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি। ৫ দফা দাবি পূরণে ৮ দলের যুগপৎ কর্মসূচী অব্যাহত থাকবে।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমির ও ৮ দল সিলেটের লিয়াজো কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত যৌথ প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম, জেলা সেক্রেটারি মো: ইমাদ উদ্দিন, জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সিলেট জেলা সভাপতি মাওলানা মো. ইকবাল হোসাইন ও জেলা সেক্রেটারি ফখরুল ইসলাম, মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি শামসুদ্দিন মো. ইলিয়াস, আব্দুল হান্নান তাপাদার, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন, জেলা সহ-সভাপতি মাওলানা মুখলিছুর রহমান, নেজামে ইসলাম পার্টির সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ খান, সহ-সেক্রেটারি মো. ফখরুজ্জামান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা শায়খ নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু, সাধারণ সম্পাদ ইমাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির মহানগর সভাপতি কবির আহমদসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে