বঙ্গবন্ধুর সমাধিতে ঢাবি উপাচার্যের শ্রদ্ধা
১৩ জুলাই ২০১৮ ১৭:৫৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
গোপালগঞ্জ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আখতারুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (১৩ জুলাই) বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন। এসময় তিনি ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে পুলিশের নতুন ৬ ডিআইজি তওফিক মাহবুব চৌধুরী, কৃষ্ণপদ রায়, বশির আহম্মদ, হাবিবুর রহমান, ড. এম. মহিদ উদ্দিন ও মো. অব্দুল বাতেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সারাবাংলা/এমএইচ