Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক বছরে বেড়েছে ১৫ হাজার ৭২৩ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত ১৮ সংস্থার বকেয়া ঋণ ৬৩ হাজার ৩৫৭ কোটি টাকা

সোহেল রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২১:০৮

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: বিভিন্ন রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার পুঞ্জিভূত ঋণ বা দেনা বাড়ছে। সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছর শেষে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন ব্যাংকে ১৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বকেয়া ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৬৩ হাজার ৩৫৬ কোটি ৭২ লাখ টাকা। এর আগের অর্থবছর (২০২৩-২৪) শেষে এসব সংস্থার দেনার স্থিতি ছিল ৪৭ হাজার ৬৩৩ কোটি ৫৯ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে মোট পুঞ্জিভূত ঋণ বেড়েছে ১৫ হাজার ৭২৩ কোটি ১৩ লাখ টাকা।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টি প্রতিষ্ঠানের ঋণের কিছু অংশ খেলাপি হয়ে পড়েছে। এর পরিমাণ ৪২৯ কোটি টাকা।

বিজ্ঞাপন

তথ্য অনুযায়ী, পুঞ্জিভূত দেনার শীর্ষে রয়েছে ‘বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন’ (বিএডিসি)। চলতি পঞ্জিকা বছরের গত জুন শেষে সংস্থাটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮ কোটি ৮১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৪ হাজার ১০৪ কোটি ৩৫ লাখ টাকা। গত বছর (জুন, ২০২৪) একই সময়ে বিএডিসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ১৩ হাজার ৯৫৪ কোটি ৪৬ লাখ টাকা।

দেনার দায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন’ (বিপিসি)। সংস্থাটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ৫৭৯ কোটি ৪১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৯ হাজার ৪০৪ কোটি ২৩ লাখ টাকা। গত বছর একই সময়ে বিপিসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল মাত্র ১৭৫ কোটি ১৮ লাখ টাকা।

দেনার দায়ে তৃতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন’ (বিএসএফআইসি)। সংস্থাটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ৬২৪ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৩৬০ কোটি ৭৮ লাখ টাকা। গত বছর একই সময়ে বিএসএফআইসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ৮ হাজার২৬৩ কোটি ৭২ লাখ টাকা।

চতুর্থ অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন’ (বিসিআইসি)। সংস্থাটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৫ কোটি ৭১ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৫৮৫ কোটি ৩৯ লাখ টাকা। গত বছর একই সময়ে বিসিআইসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ৭ হাজার ৬৫০ কোটি ৩২ লাখ টাকা।

পঞ্চম অবস্থানে রয়েছে ‘ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ’ (টিসিবি)। প্রতিষ্ঠানটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৩৯ কোটি ৫৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৩ হাজার ১৭৮ কোটি ৬৯ লাখ টাকা। গত বছর একই সময়ে টিসিবি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ১৬০ কোটি ৯০ লাখ টাকা।

ষষ্ঠ অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড’ (বিপিডিবি)। প্রতিষ্ঠানটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৩ কোটি ৭৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে সংস্থাটির দেনার পরিমাণ বেড়েছে ৪ হাজার ৫৬ কোটি ৪৩ লাখ টাকা। গত বছর একই সময়ে বিপিডিবি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ১ হাজার ১৮৬ কোটি ৭৯ লাখ টাকা।

সপ্তম অবস্থানে রয়েছে বিবিসি। প্রতিষ্ঠানটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ কোটি ৬০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে প্রতিষ্ঠানটির পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৩১৫ কোটি ৪ লাখ টাকা কমেছে। গত বছর একই সময়ে বিবিসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ছিল ৪ হাজার ৬২১ কোটি ৬৪ লাখ টাকা।

[১০] অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ‘বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন’ (বিজেএমসি)-এর পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৬৬৭ কোটি ৮ লাখ টাকা (গত বছর ছিল ৬৮৩ কোটি ৭১ লাখ টাকা); বিডব্লিউডিবি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৫৬১ কোটি ৫৩ লাখ টাকা (গত বছর ছিল ৯৭ লাখ টাকা); বিআইডব্লিউটিসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ১৮১ কোটি ৭২ লাখ টাকা; ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থা’ (বিএসইসি)-এর পুঞ্জিভূত ঋণের পরিমাণ ১৯৪ কোটি ৭৪ লাখ টাকা (গত বছর ছিল ৫৯৭ কোটি ৮ লাখ টাকা); বিওজিএমসি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ১২৮ কোটি ৪৮ লাখ টাকা; পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)-এর পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৬৮ কোটি ৮৮ লাখ টাকা; ঢাকা ওয়াসা’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৮১ কোটি ৪৪ লাখ টাকা ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন (বিটিএমসি)-এর পুঞ্জিভূত ঋণের পরিমাণ ২৪ কোটি ৪৩ লাখ টাকা ও বিটিবি’র পুঞ্জিভূত ঋণের পরিমাণ ৪ কোটি ৬২ লাখ টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর