Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের এমডি পদে অভিজ্ঞতা লাগবে ২০ বছর

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ১৯:১৭

ঢাকা: ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কমপক্ষে ২০ বছরের ব্যাংকিং কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। একই সঙ্গে এমডি পদে নিয়োগের জন্য এমডির অবহিত পদ হিসাবে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কিংবা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কমপক্ষে ২ বছরসহ মোট ৩ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়ে বুধবার (২৬ ন‌ভেম্বর) নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নির্দেশনায় বলা হয়, ব্যাংকের এমডি হতে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থায় প্রথম শ্রেণি বা সমমান এবং তদুর্ধ্ব পদে কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতাসহ জাতীয় বেতন স্কেলের ২য় গ্রেডের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। আর বয়স ন্যূনতম ৪৫ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৫ বছর পর্যন্ত হতে হবে। যদিও গত ২৭ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আগে এমডি ও সিইও হওয়ার ন্যূনতম বয়স নিয়ে কোনো সীমারেখা ছিল না। পাশাপাশি অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ বছরই যথেষ্ট বলে গণ্য করা হতো।

বিজ্ঞাপন

অন্যদিকে এমডির শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণে নিয়োগ পেতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থনীতি, হিসাববিজ্ঞান, ফাইন্যান্স, ব্যাংকিং, ব্যবস্থাপনা কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর শিক্ষা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ডিজিটাল ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর শিক্ষা এমডি নিয়োগে অধিক গুরুত্ব পাবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকতে পারবে না। আর গ্রেডিং পদ্ধতিতে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৩.০০-এর কম এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০ পয়েন্ট স্কেলে ২.৫০-এর কম ও ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.০০-এর কম হলে তা গ্রহণযোগ্য হবে না।

জানা গেছে, কোনো ব্যাংক-কোম্পানি বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, চেয়ারম্যান বা পরিচালক থেকে অপসারিত হলে তিনি এমডি ও সিইও হতে পারবেন না। পাশাপাশি তিনি ঋণখেলাপি, করখেলাপি বা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হতে পারবেন না।
জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন, সাধারণত ৫৯ বছর বয়সে অবসরে যান ব্যাংকাররা। যেহেতু তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগ এবং যেহেতু রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ৬৫ বছর পর্যন্ত এমডি থাকা যায়, সেহেতু এ নীতিমালা ভালো এমডি পেতে সহায়তা করবে। আর গোয়েন্দা প্রতিবেদনে গুরুত্ব দিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর