ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জাহিদুল ইসলাম দীপুকে ক্যাম্পাসে নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে একদল শিক্ষার্থী।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে একদল শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের জাহিদুল ইসলাম দীপুর ওপর করা নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, তারা একটি সংঘবদ্ধ গ্রুপ, দীপুকে অতর্কিত হামলা করে। তাদের হামলাকে প্রথমে নিছক সিনিয়র-জুনিয়র হামলা মনে হলেও, তাদের মধ্যে জুনিয়র থাকায় এবং বহিরাগত থাকার প্রবল সম্ভাবনা থাকায় এটিকে আর সেই দিকে ধাবিত করা যাচ্ছে না। তারা এলোপাতাড়ি মাথা, নাক, মুখ ও চোখের দিকে মারধর করে, যেটি অত্যন্ত সিরিয়াস অফেন্স।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লূত হাসান বলেন, ‘এ ঘটনার প্রেক্ষিতে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়। তাদের মারধর করার ভিডিও এবং সেখানে সিসিটিভি থাকার পরও এখন পর্যন্ত কোনোরকমের কোনো ব্যবস্থা প্রশাসন গ্রহণ করেনি। তাদের এই ব্যাপারে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
মানববন্ধন থেকে জড়িতদের শনাক্ত করে দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় প্রশাসনের কাছে।