Wednesday 26 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসবের পুরস্কার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২৫ ২৩:২৬

ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫–এর পুরস্কার বিতরণী

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত এবং ভিসতার সহযোগিতায় মাসব্যাপী অনুষ্ঠিত ভিসতা-ডিআরইউ ক্রীড়া উৎসব ২০২৫–এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে ডিআরইউ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি রুহুল কবীর রিজভী বলেন, “রাজনীতিবিদ ও সাংবাদিক পরিপূরকভাবে কাজ করেন। জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা সত্য তুলে ধরেন। ডিআরইউ শুধু লেখালেখিতে নয়, খেলাধুলাতেও দক্ষতা দেখিয়েছে।” তিনি সাংবাদিকদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করেন।

বিশেষ অতিথি ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, “আমি সবসময় ডিআরইউ’র পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো।” তিনি বিজয়ীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন ও সাবেক সভাপতি মুরসালিন নোমানী। উপস্থিত ছিলেন ডিআরইউ’র বিভিন্ন সম্পাদক ও নির্বাহী সদস্যরা।

বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের তালিকা

এবারের আয়োজনে পুরুষ সদস্যরা ৯টি, নারী সদস্যরা ৩টি এবং স্টাফরা ১টি ইভেন্টে প্রতিযোগিতা করেন। বিজয়ীরা ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স পুরস্কার হিসেবে অর্জন করেন।

পুরুষ সদস্যদের দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কলব্রীজ, অ্যাথলেটিকস ২০০ মিটার, সাঁতার, আর্চারি ও শ্যুটিংয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সারাবাংলা ডটনেটের স্টাফ রিপোর্টার নাজনীন লাকি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী কাছ থেকে পুরস্কার নিচ্ছেন সারাবাংলা ডটনেটের স্টাফ রিপোর্টার নাজনীন লাকি।

নারী সদস্যদের শ্যুটিং, লুডু ও ক্যারম এককে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।

অপরদিকে স্টাফদের আর্চারিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার হিসেবে ক্রেস্ট ও হোম অ্যাপ্লায়েন্স প্রদান করা হয়।

ইভেন্টগুলোতে বিজয়ীরা হলেন, দাবায় প্রথম রাশেদুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), দ্বিতীয় তপন বিশ্বাস (জনকন্ঠ), তৃতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪ডটকম)।

ক্যারম এককে (পুরুষ) প্রথম মো. ফারুক আলম (আলোকিত বাংলাদেশ), দ্বিতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪.কম), তৃতীয় মো. সাজ্জাদ হোসাইন (জিটিভি)।

ক্যারম দ্বৈতে (পুরুষ) প্রথম রফিক রাফি (সময়ের আলো), সাঈদ শিপন (জাগোনিউজ), দ্বিতীয় মীর মোস্তাফিজুর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস), মো: আরিফুল ইসলাম (ডেইলি সান), তৃতীয় আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), এম এম জসিম (জনকন্ঠ)।

অকশন ব্রীজ প্রথম সৈয়দ শুকুর আলী শুভ (বাসস), অমিতোষ পাল (সমকাল), দ্বিতীয় শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), সমীর কুমার দে (ইত্তেফাক), তৃতীয় সাঈদ শিপন (জাগোনিউজ২৪.কম), এনায়েত শাওন (কালবেলা)।

কলব্রীজে প্রথম দেলোয়ার হোসেন মহিন (২৪ বাংলাদেশ), দ্বিতীয় আবু সালেহ আকন (নয়া দিগন্ত), তৃতীয় ইকরামুল কবীর টিপু (প্রতিদিনের সংবাদ)।

অ্যাথলেটিকসে (২০০ মিটার) প্রথম মো মাঝহারুল ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), দ্বিতীয় কবির হোসেন (কালবেলা), তৃতীয় জিএম মোস্তফা (ফ্রিল্যান্স),

সাঁতারে প্রথম মো মাঝহারুল ইসলাম (ইনডিপেনডেন্ট টিভি), দ্বিতীয় জাফর ইকবাল (সংগ্রাম) তৃতীয় তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই)।

আর্চারিতে প্রথম আবু হোরায়রা তামিম (এনিগমা টিভি), দ্বিতীয় রাশেদুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), তৃতীয় তানভীর আহমেদ (বাংলানিউজ২৪ডটকম),

শ্যুটিংয়ে (পুরুষ) প্রথম তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), দ্বিতীয় মাহমুদুল করিম চঞ্চল (আজকের পত্রিকা), তৃতীয় তানভীর আহমেদ (বাংলানিউজ২৪.কম)।

ক্যারম এককে (নারী) প্রথম শিউলী বেগম (নাহিদ শিউলী) (নিউজ ২৪), দ্বিতীয় সামিনা খাতুন রশ্নি (ফ্রিল্যান্স), তৃতীয় শামসুন্নাহার বিনু (বিটিভি)।

লুডুতে (নারী) প্রথম শিউলী বেগম (নাহিদ শিউলী) (নিউজ ২৪), দ্বিতীয় মাকসুদা লিসা (ভয়েস অব এশিয়া), তৃতীয় জান্নাতুল ফেরদৌস পান্না (সাপ্তাহিক পঙক্তি)।

শ্যুটিংয়ে (নারী) প্রথম নাদিয়া শারমিন (একাত্তর টিভি), দ্বিতীয় নাজনীন আক্তার লাকী (সারাবাংলা ডটনেট), তৃতীয় শাহনাজ শারমীন (একাত্তর টিভি)।

ডিআরইউ কর্মকর্তা-কর্মচারীদের আর্চারিতে প্রথম মো. গোলাম কিবরিয়া (হিসাবরক্ষণ কর্মকর্তা), দ্বিতীয় মো. ফিরোজ হাওলাদার (অফিস সহকারী), তৃতীয় বাপ্পী খান (আইটি কর্মকর্তা)।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর