কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কয়েকশ’ ঘর। আসবাবপত্র কিছুই যেন অবশিষ্ট নেই। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই হয়েছে সবার। কেউ কেউ আগুনে পোড়া ধ্বংসস্তূপের মাঝে টিন ও লোহালক্কর খুঁজছেন। কেউ আবার নতুন করে স্বপ্ন বোনার আশায় পুড়ে যাওয়া ঘরের ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। এই কয়েক মুহূর্তের মধ্যেই সব যেন মেনে নিয়েছেন তারা। সহায়-সম্বল হারানো মানুষগুলোর চোখে-মুখে তাই ফের ঘর বানানোর স্বপ্ন উঁকি দিচ্ছে। আগুন নির্বাপণের পর কড়াইল বস্তি ঘুরে ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
কড়াইল বস্তি
ঘরপোড়া স্তূপ থেকে ফের জেগে ওঠার স্বপ্ন
সারাবাংলা/পিটিএম