৮ মিনিটের মধ্যে গোল হজম, এরপর প্রতিপক্ষের জালে ৪ গোল। শেষ পর্যন্ত আরও দুই গোল হজম করেও কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়া। অলিম্পিয়াকোসের মাঠে পাগলাটে এক ম্যাচের সাক্ষী হলেন রিয়াল মাদ্রিদ সমর্থকরা। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে পিছিয়ে পড়েও কিলিয়ান এমবাপের রেকর্ড গড়া ৪ গোলের ম্যাচে অলিম্পিয়াকোসকে ৪-৩ গোলে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে রিয়াল।
ঘরের মাঠে রিয়ালকে চমকে দিয়ে ৮ মিনিটের মাথায় লিড নেয় অলিম্পিয়াকোস। চিকুইনহোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ম্যাচে ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি রিয়াল।
২২ মিনিটে ম্যাচে সমতা ফেরান এমবাপে। এর ৭ মিনিটের মধ্যে আরও দুবার বল জালে জড়িয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। এবারের টুর্নামেন্টে এটি তার দ্বিতীয় হ্যাটট্রিক।
হ্যাটট্রিক করতে এমবাপের সময় লেগেছে ৬ মিনিট ৪২ সেকেন্ড, চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম। দ্রুততম হ্যাটট্রিকের রেকর্ডটি মোহামেদ সালাহর দখলে, ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে ৬ মিনিট ১৩ সেকেন্ডে হ্যাটট্রিক করেছিলেন লিভারপুল তারকা।
৩-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল। বিরতির পর ৫২ মিনিটে ব্যবধান কমান তারেমি। রিয়ালের দুই গোলের লিড আবার ফেরে ৬০ মিনিটের মাথায় এমবাপে নিজের চতুর্থ গোল পেলে।
৮০ মিনিটে আবার ব্যবধান কমায় অলিম্পিয়াকোস, গোল করেন এল কাবি। শেষ পর্যন্ত ৪-৩ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।
এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৫ম স্থানে উঠে এল রিয়াল।