Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমিউনিটি ব্যাংক ও ট্রপিক্যাল হোমসের সমঝোতা স্মারক সই

সারাবাংলা ডেস্ক
২৭ নভেম্বর ২০২৫ ০৮:১৫

ঢাকা: আবাসন খাতের গ্রাহকদের ঋণ দিতে এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ট্রপিক্যাল হোমস লিমিটেড।

বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকের হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা চুক্তিতে সই করেন।

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের চেয়ারম্যান তানভীর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই শেষে সমঝোতা স্মারক বিনিময় করেন।

এই চুক্তির মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে গ্রাহকদের জন্য ঋণ সুবিধা আরও সহজ, দ্রুত ও মানসম্মতভাবে প্রদান করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

উভয় প্রতিষ্ঠানের আশা, এই সহযোগিতা রিয়েল এস্টেট খাতে গ্রাহকসেবা উন্নয়ন এবং আর্থিক সুবিধা সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর