Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাশেজ ২০২৫
২ দিনের পার্থ টেস্টের পিচও আইসিসির কাছে ‘খুব ভালো’!

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৪:২৯

পার্থ টেস্ট শেষ হয়েছে ২ দিনেই

এমন স্বল্প সময়ের অ্যাশেজ টেস্ট শেষ কবে দেখেছেন ক্রিকেট ভক্তরা, সেটা হয়তো একটু কস্ট করেই স্মরণ করতে হবে তাদের। এবারের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে দেখা গেছে অবিশ্বাস্য এক দৃশ্য। পার্থে সিরিজের প্রথম টেস্ট শেষ হয়েছে মাত্র দুই দিনে! বোলারদের দাপটের এই ম্যাচে পিচ নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। সবাইকে অবাক করে সেই পার্থ টেস্টের পিচকে ‘খুব ভালো’ বলে আখ্যায়িত করেছে আইসিসি!

এবারের পার্থ টেস্ট শেষ হয়েছে মাত্র ৮৪৭ বলে। বলের হিসাবে অস্ট্রেলিয়ায় সবচেয়ে অল্প সময়ে শেষ হওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যে এটি দ্বিতীয়। এর চেয়ে কম বলে অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে একবার, সেটাও ১৮৮৮ সালে।

বিজ্ঞাপন

আইসিসির নির্দেশনা অনুযায়ী, পিচে বলের ভালো ক্যারি ছিল, সিম মুভমেন্ট সীমিত আর বাউন্স ছিল ধারাবাহিক; ভালো পিচ বলতে এটাকেই বলা হয়।

পার্থ টেস্টের প্রথম দিনে পড়েছিল ১৯ উইকেট। দ্বিতীয় দিনে পড়েছে ১৩ উইকেট। দ্বিতীয় দিনের শেষভাগে ট্রাভিস হেডের দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অজিরা।

এমন টেস্টের পিচের কেমন রেটিং দেবে আইসিসি, সেটাই ছিল বড় প্রশ্ন। পার্থে অনুষ্ঠিত অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে ‘ভেরি গুড’ বা ‘খুব ভালো’ রেটিং দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তার আনুষ্ঠানিক প্রতিবেদনে পার্থের উইকেটকে আইসিসির চার ধাপের পিচ মূল্যায়ন নীতিতে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর ব্রিসবেনে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিজ্ঞাপন

সিসিইউতে খালেদা জিয়া
২৭ নভেম্বর ২০২৫ ১৪:১৯

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর