ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে আহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে আসা সব শরণার্থী ও অভিবাসীকে পুনরায় যাচাই-বাছাই করার দাবি জানিয়েছেন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী আফগানিস্তান থেকে এসেছেন। তার নাম রহমতুল্লাহ লাখানওয়াল (২৯), যিনি ২০২১ সালে আফগানিস্তান থেকে বাইডেন প্রশাসনের নীতির আওতায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। চলতি বছর তিনি আশ্রয় লাভ করেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ওয়াশিংটন ডিসির ফ্যারাগাট ওয়েস্ট মেট্রো স্টেশনের কাছে দুই ন্যাশনাল গার্ড সদস্য টহল দেওয়ার সময় সন্দেহভাজন ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি চালান। দুই সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি, আর সন্দেহভাজন লাখানওয়ালও পুলিশের গুলিতে আহত হয়ে আটক হয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে বলেন, ‘এই বর্বরতা যারা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। আমরা এখন বাধ্য হবো বাইডেন প্রশাসনের সময় আফগানিস্তান থেকে প্রবেশ করা সব বিদেশিকে পুনরায় পরীক্ষা করতে।’ ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রশাসনের দুর্বল অভিবাসন নীতি এই ঘটনার জন্য দায়ী।
তার বক্তব্যের পরপরই যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আফগান নাগরিকদের সব ধরনের নতুন অভিবাসন আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
ওয়াশিংটনে বর্তমানে ২ হাজার ৩৭৫ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন রয়েছে। গুলির ঘটনার পর ট্রাম্প অতিরিক্ত ৫০০ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।