ঢাকা: পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আগামী নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজদের বয়কট করার আহ্বান জানিয়ে বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কালাইয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মহিলা সমাবেশে স্থানীয় সহস্রাধিক নারী উপস্থিত ছিলেন।
এর-আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী (পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) ড. শফিকুল ইসলাম মাসুদ কালাইয়া ইউনিয়নের রাধা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় রাধা মন্দিরের সভাপতি সুভাস মন্ডলসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাউফল উপজেলা এবং কালাইয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাধা মন্দিরের সভাপতি সুভাস মণ্ডল বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী লীগের আমলে হাজারো জুলুমের শিকার হয়েও ড. মাসুদ আমাদের পাশে ছিলো। ৫ আগস্ট পরবর্তীতেও ড. মাসুদ আমাদের সুরক্ষায় পাশে দাঁড়িয়েছেন। আমাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্য বলেন, আমরা ইনসাফ চাই, আমরা সাহসী মানুষ চাই, যোগ্য এবং সৎ মানুষ চাই। তাই আমরা আমাদের সন্তান মাসুদকে জয় করেই ঘরে ফিরবো।