Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী পুনরায় সিএসই’র পরিচালক নির্বাচিত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৫ ১৯:০০

সিএসই পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী – (ফাইল ছবি : সংগ্হীত)

ঢাকা: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালক হিসেবে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী পুনরায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিএসই’র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর সিএসই’র বার্ষিক সাধারণ সভায় একজন পরিচালকের পদ শূন্য হওয়ার কথা থাকায় নির্বাচনী প্রক্রিয়ায় নমিনেশন জমা দেয়ার শেষ দিনেও আর কেউ নমিনেশন জমা না দেয়ায়, মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হন। তিনি লঙ্কাবাংলা সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ।

বিজ্ঞাপন

উলেখ্য, একেএম মোহসেন উদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যান-এর নেতৃত্বে গঠিত নির্বাচন কমিটি এ ঘোষণা প্রদান করেন। এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ শওকত আলি তালুকদার এবং ড. মো. খোরশেদ আলম তালুকদার ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর