মাদকাসক্ত স্বামীর ছোড়া এসিডে দগ্ধ স্ত্রী-শ্বাশুড়ি
১৩ জুলাই ২০১৮ ২০:২৭ | আপডেট: ১৩ জুলাই ২০১৮ ২০:২৯
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গাজীপুরের কালিয়াকৈর এলাকায় মাদকাসক্ত স্বামীর ছোড়া এসিডে স্ত্রী-শ্বাশুড়ি দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৩ জুলাই) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- স্ত্রী ফারজানা আক্তার (২০) ও শ্বাশুড়ি শহরজান বেগম (৪০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ফারজানা জানান, তার স্বামী মোটর মেকানিক। সে দীর্ঘদিন মাদকাসক্ত। প্রতিদিন গাঁজা আর মাঝে মাঝে ইয়াবা সেবন করে। গতকাল রাতে বাসার ফ্রিজের উপরে কিছু গাঁজা দেখতে পাই। পরে এই নিয়ে স্বামীর সাথে তার ঝগড়া বেধে যায়। ঝগড়ার একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। এরপর শুক্রবার সকালেআল আমিন নিজেই তার শ্বশুর আয়নাল হক ও শাশুড়ি শহরজান বেগমকে খবর দেয়।
পরে তারা গাজীপুর ভাওয়াল থেকে কালিয়াকৈরে তাদের বাসায় আসে। এই মাদক সেবন নিয়ে তাদের পারিবারের আরো কয়েকজনকে নিয়ে তারা বাসার ভেতরেই একটি শালিস করেন। বৈঠকে স্বামী আল-আমিনকে দোষী সাব্যস্ত করে এবং মাদক খাওয়া থেকে বিরত থাকার জন্য অনুরোধ করে। এর কিছুক্ষণ পরে আল আমিন ক্ষিপ্ত হয়ে ঘরে ঢুকে ‘তুই সবার সামনে আমাকে অপমান করেছিস’ বলে হাতে থাকে একটি বোতল ফারজানার দিকে ছুড়ে দেয়। সঙ্গে সঙ্গে ফারজানা মুখ ফিরিয়ে নিলে এসিড ফারজানার পিঠে লাগে।
মেয়ের চিৎকার শুনে মা শহরজান সাহায্যের জন্য এগিয়ে এলে তার ডান হাতের কিছু অংশও পুড়ে যায়। পরে দুজনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসে স্বজনরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ফারজানার পিঠ ও গলার নিচের কিছু অংশ এসিডে ঝলসে গেছে ও তার মার ডান হাত সামান্য ঝলসে গেছে।
আরও পড়ুন: বাসায় ঢুকে কলেজছাত্রী ধর্ষণ, পাঁচ বখাটে গ্রেফতার
সারাবাংলা/এমও