Thursday 27 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে: ড. হেলাল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২৫ ২১:৪৪

ঢাকা: ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে’। যাদের হাতে নারী ও শিশু নির্যাতিত হয়েছে তারাই নারীর স্বাধীনতার নামে সমাজে বেহায়পনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইনে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, হবেও না।

ড. হেলাল উদ্দিন উপস্থিত নারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দ্বীন কায়েমের আন্দোলন নারী পুরুষ সকলের জন্য ফরজ। এই ফরজ বিধান পালনে মাল ও জান কুরবানি করা আল্লাহর আদেশ। আগামী নির্বাচনকে দ্বীন কায়েমের চূড়ান্ত কর্মসূচি হিসেবে গ্রহন করে ইসলামী সমাজ বিনির্মাণে যা যা করণীয় তার সবটুকু করতে হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৮ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীর নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে পল্টন থানা জামায়াতে ইসলামীর (মহিলা বিভাগ) উদ্যোগে এক নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. হেলাল উদ্দিন। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্টন থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর