Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অসুস্থ খালেদা জিয়া
ফুলের তোড়া পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ০০:২৪ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১১:৪৫

ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসের একদল কর্মকর্তা গুলশানস্থ চেয়ারপারসন কার্যালয়ে এসে ফুলের তোড়াগুলো হস্তান্তর করেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী–পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে দুটি ফুলের তোড়া পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তারা তোড়াগুলো পৌঁছে দেন।

ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান। তিনি জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তান সরকারের এই উদ্যোগ কূটনৈতিক সৌজন্যের অংশ হিসেবে এসেছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর