শাহজালাল বিমানবন্দরে ২৩ লাখ টাকার স্বর্ণ জব্দ
১৩ জুলাই ২০১৮ ২১:২৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ৪৬৪ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) সকালে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল এসব স্বর্ণ জব্দ করে।
বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহা-পরিচালক শহিদুল ইসলাম। তিনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকায় আসা একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে এ স্বর্ণ জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৩ লাখ ২০ হাজার টাকা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে আসা ফ্লাইটের ছয় যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় দু’জনের প্যান্টের কোমড়ে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
সারাবাংলা/এসএইচ/এমও