Friday 28 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোধনের সম্মেলন: নারায়ণ-মাইনুলের নেতৃত্বে নতুন কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২৫ ২০:০০

সভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বোধন আবৃত্তি পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস সভাপতি ও মাইনুল আজম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘প্রস্তর—ভরা দুই কূল তোর ভেসে যাক বন্যায় হোক উর্বর, হাসিয়া উঠুক ফুলে ফলে সুষমায়’।

উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহিত উল আলম এবং সংগঠনের পতাকা উত্তোলন করেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ। উদ্বোধন ঘোষণা করেন বোধনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর বোধনের সদস্যরা আবৃত্তি পরিবেশন করেন। এরপর বিদায়ী সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা।

বক্তব্য দেন অধ্যাপক ড. মোহিত উল আলম, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, কবি ও নাট্যকার অভীক ওসমান, কবি রাশেদ রউফ, লিলি বড়ুয়া, বোধনের অন্যতম প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ দাশ ভুলু, সহ-সভাপতি নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং সম্মেলন প্রস্তুতি পরিষদের সদস্য সচিব জাভেদ হোসেন।

শুভেচ্ছা বক্তব্য দেন শিশুসাহিত্যিক উৎপল কান্তি বড়ুয়া, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি দীপেন চৌধুরী, নাট্যজন মোহাম্মদ আলী টিটু, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, উদীচী চট্টগ্রামের সম্পাদকমণ্ডলীর সদস্য রমেন দাশগুপ্ত, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, প্রমা আবৃত্তি সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ চট্টগ্রামের সম্পাদকমণ্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য্য, দৃষ্টির সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া, নাট্যজন আবদুল হাদী, আলোকচিত্র শিল্পী কমল দাশ, সম্মিলিত আবৃত্তি জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, স্বপ্ননীড়ের সভাপতি সেলিম রেজা সাগর।

বক্তারা বিরুদ্ধ সময় মোকাবেলায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে প্রগতিশীল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দেবলীনা চৌধুরী, দীপা দাশ ও টম্পী রানী ভৌমিক। ত্রয়ী আবৃত্তিতে পৃথুলা চৌধুরী, যশস্বী বণিক ও পাতা দে বৃষ্টি, দ্বৈত নৃত্যে প্রণিতা দেব চৈতৗ ও প্রিয়ন্তী দেব দীগা ছিলেন। লোকসঙ্গীত পরিবেশন করেন বেবী দাশ নূপুর ও শাওন প্রিয়া চৌধুরী। একক নৃত্য পরিবেশন করেন উনাইজা ওয়াফা তিতির। এছাড়া বোধন সদস্যদের বৃন্দ আবৃত্তি ‘হিং টিং ছট’ পরিবেশিত হয়।

বিকেলে সম্মেলনের আহবায়ক সুজিত রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব জাভেদ হোসেনের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন হয়। এতে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী।

কাউন্সিলে নির্বাচন পরিচালনা করেন শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্যজন অলক ঘোষ পিন্টু ও শিল্পী শাহরিয়ার খালেদ। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাহী পরিষদ গঠন হয়েছে।

নির্বাচিতরা অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জাভেদ হোসেন, প্রণব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মামুন, সাংগঠনিক সম্পাদক তৈয়বা জহির আরশি, অর্থ সম্পাদক অনিমেষ পালিত, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোহিনী সংগীতা সিংহ, দফতর সম্পাদক পৃথুলা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সন্দীপন সেন একা, নির্বাহী সদস্য ক্রমান্বয়ে আবদুল হালিম দোভাষ, প্রশান্ত চক্রবর্তী, কুমার প্রীতীশ বল, সুদীপ বড়ুয়া খোকন, সুজিত রায়।

বিজ্ঞাপন

পিছিয়ে গেল বিপিএল
২৮ নভেম্বর ২০২৫ ১৯:৫৩

আরো

সম্পর্কিত খবর