Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে আত্মঘাতী হামলায় প্রার্থীসহ নিহত ৮৫


১৩ জুলাই ২০১৮ ২২:১৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

পাকিস্তানের বেলুচিস্তানে শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৮৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ১৫০ জন। শুক্রবার (১৩ জুলাই) বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের কোয়েটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) নির্বাচনী প্রচারণায় এই হামলা চালনো হয়। হামলায় পিবি-৩৫ আসনের প্রার্থী নওয়াবজাদা সিরাজ রাইসানি নিহত হন বলে, ডন এর বরাতে জানা যায়। তবে কেউ এখনো হামলার দায়িত্ব স্বীকার করেনি।

বেলুচিস্তানের সরকারি সূত্রে বলা হয়, এটি একটি আত্মঘাতী হামলা। হামলায় আট থেকে দশ কেজি বিস্ফোরক ব্যবহৃত হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বানুতে নির্বাচনী জনসভায় বিস্ফোরণে ৪ জন নিহত হন। এছাড়া পেশোয়ারে মঙ্গলবার (১০ জুলাই) চালানো আরও এক আত্মঘাতী হামলায় স্বনামধন্য রাজনৈতিক নেতা, হারুন বিলুরসহ ২০ জন নিহত হবার ঘটনা ঘটে। তেহরিক ই তালেবান ঐ হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সারাবাংলা/এনএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর