Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে জোড় ইজতেমায় মারা গেছেন ২ মুসল্লি, মৃত বেড়ে ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ নভেম্বর ২০২৫ ১২:৫২ | আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৫:২৮

টঙ্গীতে বিশ্ব ইজতেমা। ছবি: সারাবাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এতে চলতি জোড় ইজতেমায় মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হলো।

রোববার (৩০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

মৃত মুসল্লিরা হলেন—সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকার আবুল আসাদ বাদল (৬২), ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকার মঈন উদ্দিন (১০০)।

হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ভোর পৌনে ৫টার দিকে মঈন উদ্দিন ইজতেমা মাঠে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হন আবুল আসাদ বাদল। তাকে দ্রুত গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর তুরাগতীরে মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ি নেজাম আয়োজিত এই পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। আগামী ২ ডিসেম্বর বিশেষ মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

সোমবার খুলনায় আসছেন তারেক রহমান
৩১ জানুয়ারি ২০২৬ ১৭:১৮

আরো

সম্পর্কিত খবর