Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ নেতা ফরহাদ হত্যায় গ্রেফতার ৫


১৪ জুলাই ২০১৮ ১০:১১ | আপডেট: ১৪ জুলাই ২০১৮ ১১:৫৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর বাড্ডার আওয়ামী লীগ নেতা ফরহাদ আলীকে গুলি করে হত্যায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৪টি পিস্তল ও ১২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

শনিবার (১৪ জুলাই) সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা ফরহাদকে ঈদের আগের দিন (১৫ জুন) শুক্রবার জুম্মার নামাজ শেষে দিনে দুপুরে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় গতকাল শুক্রবার (১৩ জুলাই) রাতে ডিবি উত্তর বিভাগের একটি টিম অভিযান চালিয়ে রাজধানীর গুলশান ও মিরপুর থেকে ৫ জনকে গ্রেফতার ককরা হয়। তারা সবাই ভাড়াটে খুনি বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে ।

এর আগে ৭ জুলাই বাড্ডা এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়। পরে পুলিশ জানতে পারে নিহত দুজন ফরহাদ হত্যা ঘটনায় নিজেরা গুলি চালিয়েছিল। পরে তারা পালানোর সময় পুলিশের একটি তল্লাশি চৌকিতেও গুলি করে।

সারাবাংলা/ইউজে/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর