Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ফল ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৩:০৩

খাদে পড়ে যাওয়া পিকআপটি।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় পিকআপ ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত ও উভয় গাড়ির চালক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ ডিসেস্বর) সকাল সাড়ে ৭টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পশু সম্পদ ট্রেনিং ইনস্টিটিউট এর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফল ব্যবসায়ী মধু উল্লাহ (৫২) চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার ধোপখালি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুন জানান, পঞ্চগড় থেকে ভাঙ্গাগামী কমলা বোঝাই একটি পিকআপ ও ফরিদপুরগামী একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

এসআই জানান, দুর্ঘটনার সময় পিকআপটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। পিকাপের সামনের অংশ দুমরে মুচরে যায়। পরে হাইওয়ে পুলিশের ক্রেন দিয়ে পিকআপটি রাস্তার উপর তোলা হয়। এ সময় উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর