Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে জনসংযোগে জামায়াত প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৩

জনসংযোগে চুয়াডাঙ্গায়-১ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানের ইটভাটা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেছেন চুয়াডাঙ্গায়-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সোমবার (১ ডিসেম্বর) সকাল ৭টা থেকে আলমডাঙ্গা উপজেলার ওসমানপুর, ভোদুয়া জামজামি গ্রামের বিভিন্ন ইটভাটার শ্রমিকদের সঙ্গে তিনি গণসংযোগ করেন।

এ সময় তিনি ইটভাটা শ্রমিকদের উদ্দেশ্য বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিকরা-যারা কঠোর পরিশ্রম করেন,শহর ও গ্রামের উন্নয়নের ভিত শক্ত করেন। কিন্তু দুঃখজনকভাবে শ্রমিকরা যথাযথ পারিশ্রমিক পান না। তাদের অধিকার ও নিরাপত্তা আজও নিশ্চিত হয়নি। শ্রমিকদের জীবন-জীবিকা, স্বাস্থ্য, অধিকার, চিকিৎসা সুবিধা—এসব বিষয়ে রাষ্ট্রের যে দায়িত্ব থাকা উচিত ছিল, তা দীর্ঘদিন ধরে অবহেলিত। কিন্তু ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা এখনো অনেকটাই অনিশ্চিত।

তিনি আরও বলেন, যে শ্রমিক দেশের উন্নয়নের ভিত্তি গড়ে দেয়, তার মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে। ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শ্রমিকদের সমস্যার সমাধান, অধিকার আদায় এবং জীবনমান উন্নয়ন জামায়াতের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব। জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকদের কষ্টের মূল্য আদায়ে, অধিকার রক্ষায় এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা গড়তে দৃঢ় প্রতিজ্ঞ।

বিজ্ঞাপন

গণসংযোগের সময় উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসেন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কাইয়ুম উদ্দিন হিরক, আলমডাঙ্গা উপজেলা সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, গাংনী- আসমানখালী সাংগঠনিক থানার কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া, জামজামি ইউনিয়ন আমীর ফজলুল হক প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর