Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-৪ আসনের জামায়াত প্রার্থীসহ সব নেতাকর্মীর জামিন মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ১৫:৩০

জামায়াত নেতা আবু তালেব মন্ডলসহ সব নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন আদালত। ছবি: সারাবাংলা

পাবনা: পাবনার ঈশ্বরদীতে জামায়াত-বিএনপি সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের ঘটনায় পাবনা জেলা জামায়াতের আমির পাবনা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলসহ সব নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে পাবনা আমলী আদালত-২ কোর্টে আত্মসমর্পণ করে ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের কাছে জামিন আবেদন করলে জামিন মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর চরগড়গড়িতে নির্বাচনি প্রচারণায় বিএনপি-জামায়াতে সংঘর্ষের পর কৃষক দল নেতা মক্কেল মৃধার ছেলে আলিম গত ৩০ নভেম্বর ঈশ্বরদী থানায় জেলা জামায়েত আমির অধ্যাপক আবু তালেব মন্ডলসহ ৩২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পাবনা জেলা জামায়াতের আমির পাবনা-৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, ‘গত ২৭ নভেম্বরের ঘটনায় একটি মিথ্যা মামলা করা হয়েছিল। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আদালতে হাজির হই। আমাদের আইনজীবী আদালতের সঠিক ঘটনার উপস্থাপন করায় আমাদের জামিন দিয়েছেন আদালত। একজন এমপি ক্যান্ডিডেটের নির্বাচনি প্রচারণার বিঘ্ন সৃষ্টি করার দায়ে এই মামলা দায়ের করা হয়েছে। গাড়ি ভাঙচুর ও গুলি করা হয়েছে।’ হাবিবুর রহমান হাবিব বিবেক প্রতিবন্ধী কাজ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।