ঢাকা: বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি জানিয়েছে, তার স্বাস্থ্যের বিষয়ে যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া কোনো সূত্র বা অন্য কারও মন্তব্য নিয়ে গণমাধ্যমে নিউজ প্রচার না করার অনুরোধও জানানো হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিএনপির মিডিয়া সেল জানায়, খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখতে এবং গুজব কিংবা বিভ্রান্তি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অযাচিত, যাচাইবিহীন বা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমসহ সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।