চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ‘নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা’র দ্বিবার্ষিক সাধারণ সভা হয়েছে। এতে শিল্পী দীপেন চৌধুরীকে সভাপতি ও মুহাম্মদ এনামুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে এ সভা হয়েছে। সংস্থাটির কার্যালয়ে শিক্ষাবিদ রীতা দত্ত ও নজরুল গবেষক সিরাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি নির্মল বৈদ্য, শান্তিময় চক্রবর্তী, মৃনালিনী চক্রবর্ত্তী, রোকসানা আক্তার চৌধুরী, রুহি মোস্তফা ও দ্বীজেন চক্রবর্ত্তী, যুগ্ম সাধারণ সম্পাদক পিন্টু কুমার ঘোষ ও মোহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অনুপম চৌধুরী শংকর, অর্থ সম্পাদক সৃজন কান্তি পাল, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী দাশগুপ্তা, সহ-সাংস্কৃতিক সম্পাদক শিমু বিশ্বাস, সাহিত্য ও গবেষণা সম্পাদক মানু মজুমদার, দফতর সম্পাদক অরুন কুমার দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আরসাদুর রহমান, নির্বাহী সদস্য সুচিত্রা চৌধুরী, সঞ্জীব চৌধুরী, আশীষ দেব, লিটন কান্তি দাশ, শিউলী রাণী নাথ, এমিলী দাশ ও সব্যসাচী নন্দী।