Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে বিক্ষোভ

তিতুমীর কলেজ প্রতিনিধি
১ ডিসেম্বর ২০২৫ ১৭:২০ | আপডেট: ১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৪

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্কুলিং মডেল বাতিল এবং সরকারি তিতুমীর কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একাংশ।

সোমবার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার পরে কলেজের প্রধান ফটকের সামনে এ বিক্ষোভ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, স্কুলিং পদ্ধতি চালু করা হলে রাজধানীর সরকারি সাত কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষুণ্ণ হবে। যা আমরা কখনোই চাই না।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাত কলেজের প্রতিনিধি হিসেবে আমরা যখন মন্ত্রণালয়ে যাই। সেখানে আমাদের আশ্বস্ত করা হয় যে কলেজগুলো তাদের নিজস্ব পরিচয় ও স্বাতন্ত্র্য বজায় রেখেই পরিচালিত হবে। কিন্তু আমরা আলোচনাস্থল থেকে বের হয়ে আসার পর আবারও স্কুলিং পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়।

বিজ্ঞাপন

তারা জানান, আমরা চাই সাত কলেজের সেশনজটসহ বিদ্যমান সকল সমস্যা দ্রুত সমাধান করা হোক তবে স্কুলিং পদ্ধতির কোনো নতুন বিশ্ববিদ্যালয় আমরা মেনে নেব না।

সারাবাংলা/এমআর/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর