Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই-অক্টোবর
বৈদেশিক অর্থ ছাড়ের প্রায় সমপরিমাণ ঋণ পরিশোধ

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ডিসেম্বর ২০২৫ ২০:৩৪

-ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর ২০২৫) বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে। একই সঙ্গে বেড়েছে বৈদেশিক ঋণ পরিশোধ। বিশেষত চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) উন্নয়ন সহযোগীরা বৈদেশিক ঋণের যে পরিমাণ অর্থ ছাড় করেছে, এর প্রায় কাছাকছি পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ১৬৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ছাড় করেছে। এর বিপরীতে একই সময়ে বাংলাদেশ বিভিন্ন ঋণের সুদ ও আসল মিলিয়ে মোট বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ১৫৮ কোটি ৫০ লাখ ৬০ হাজার ডলার (আসল ১০২ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার এবং সুদ ৫৬ কোটি ৮ লাখ ৭০ হাজার ডলার)।

বিজ্ঞাপন

এর আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে মোট বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ১৪৩ কোটি ৭৯ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৪ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার অতিরিক্ত বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।

ইআরডি’র পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে মোট ১২০ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলারের সম পরিমাণ বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে। গত অর্থবছরের একই সময়ে বৈদেশিক সহায়তা প্রাপ্তির মোট পরিমাণ ছিল মাত্র ২৫ কোটি ৪৫ লাখ ৭০ হাজার ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর পর্যন্ত সময়ে উন্নয়ন সহযোগীরা মোট ১৬৬ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার ছাড় করেছে। গত অর্থবছরের একই সময়ে মোট অর্থ ছাড়ের পরিমাণ ছিল ১২০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থ্ছরের প্রথম চার মাস অর্থ ছাড় বেড়েছে ৪৬ কোটি ২৯ লাখ ১০ হাজার ডলার।