Monday 01 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানান অফার নিয়ে শুরু শেল্‌টেক্‌ প্রপার্টি কার্নিভাল

সারাবাংলা ডেস্ক
১ ডিসেম্বর ২০২৫ ২৩:৩১

ঢাকা: শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেড নিয়ে এসেছে মাসব্যাপী বর্ণিল আয়োজন ‘শেলটেক প্রপার্টি কার্নিভাল ২০২৫’, যেখানে রয়েছে স্পেশাল প্রাইস বেনিফিটস, এক্সক্লুসিভ প্রিভিলেজ এবং কমপ্লিমেন্টারি কিচেন ক্যাবিনেট। মাসব্যাপী এই কার্নিভাল চলবে শুক্রবারসহ প্রতিদিন, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কার্নিভালে এলে ক্রেতারা উপভোগ করতে পারবে বছরের সেরা ডিল!

সোমবার (১ ডিসেম্বর) কার্নিভালের শুভ উদ্বোধন করেন শেল্‌টেক্‌ গ্রুপের স্ট্র্যাটেজিক প্ল্যানিং, পিআর অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজর নওশাদ চৌধুরী, শেল্‌টেক্‌ (প্রা.) লিমিটেডের-এর নির্বাহী পরিচালক মো. শরীফ হোসেন ভুইঁয়া; চিফ অপারেটিং অফিসার শাহ্‌জাহান; চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার হোসনেয়ারা পারভীন; হেড অব সেলস এ কে এম রফিউল ইসলাম; এবং শেল্‌টেকে্‌র অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা।

বিজ্ঞাপন

ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ডিওএইচএস, বসুন্ধরা, নিউ ইস্কাটন, উত্তরার মত প্রাইম লোকেশনে আছে শেল্‌টেক্‌-এর অভিনব সব ইউনিট। এ ছাড়াও চট্টগ্রামের খুলশী ও পাঁচলাইশ এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পেও রয়েছে শেল্‌টেক্‌ আধুনিক সব প্রজেক্ট। কার্নিভালে এসে ক্রেতারা ওই লোকেশনগুলোর ৪০০টিরও বেশি ইউনিট থেকে বেছে নিতে পারবে। এ ছাড়াও ভিজিটরেরা উপভোগ করতে পারবেন শীতের পিঠা, ঐতিহ্যবাহী নানা পদের খাবার ও মিষ্টির আয়োজন।

প্রায় চার দশকের পথচলায় শেল্‌টেক্‌ আজ দেশের সবচেয়ে বিশ্বস্ত রিয়েল এস্টেট ব্র্যান্ড হিসেবে স্বীকৃত হয়েছে। ‘মোস্ট সাস্টেইনেবল রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কৃত শেল্‌টেক্‌ সবসময়ই দায়িত্বশীলতা, মান ও কমিউনিটি–কেন্দ্রিক ভবন নির্মাণে অঙ্গীকারবদ্ধ। প্রতিটি প্রকল্প BNBC নির্দেশিকা অনুযায়ী নির্মিত এবং প্রতিষ্ঠানটি ISO 9001:2015 সনদপ্রাপ্ত।

উৎসবমুখর শেল্‌টেক্‌ প্রপার্টি কার্নিভ্যালে ঘুরে আসুন তিনটি ভেন্যুতে: ঢাকায় শেল্‌টেক্‌ টাওয়ার, ৬০ শেখ রাসেল স্কয়ার, পশ্চিম পান্থপথ; জলসিঁড়ি আবাসনে প্লট ১৭, রোড ৫০১, সেক্টর ১৭; চট্টগ্রামে রুবিয়া হাইটস, ২য় তলা, হাউস ৭/এ/১, রোড ৩, জাকির হোসাইন রোড, দক্ষিণ খুলশী।

রেজিস্ট্রেশন করুন: www.sheltech-bd.com/registration
বিস্তারিত জানতে কল করুন ১৬৫৫০ অথবা ভিজিট করুন www.sheltech-bd.com

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর