Tuesday 02 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা, তারেক রহমানের বিশেষ বার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২৫ ১১:৩৯ | আপডেট: ২ ডিসেম্বর ২০২৫ ১২:০৬

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশ্বজুড়ে যে ভালোবাসা, প্রার্থনা ও শুভেচ্ছা জানানো হচ্ছে, তা তাদের পরিবারকে গভীরভাবে অনুপ্রাণিত করছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, বিশ্বের বিভিন্ন দেশের নেতারা, কূটনীতিক, বন্ধুবান্ধব এবং বাংলাদেশি জনগণের যে উদ্বেগ, সহমর্মিতা ও দোয়া তারা পাচ্ছেন, সেটি তাদের জন্য এক বিরাট শক্তির উৎস।

তিনি বলেন, ‘জিয়া পরিবার ও বিএনপির পক্ষ থেকে আমরা সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় যে ভালোবাসা ও আন্তরিকতা মানুষ দেখাচ্ছেন—তা সত্যিই অসাধারণ।’

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দেশে-বিদেশে অসংখ্য মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য যে প্রার্থনা করছেন, তার জন্য তারা কৃতজ্ঞ।

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশের মানুষের অপরিসীম ভালোবাসা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। এই কঠিন সময়ে দেশবাসীর ঐক্য, সহমর্মিতা ও সংহতি আমাদের জন্য এক অপূর্ব সাহসের জায়গা’।

তারেক রহমান জানান, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য তাদের পরিবার নিয়ত প্রার্থনা করছে। একইসঙ্গে যারা এই সময়ে শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা জানান।

বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে দেশজুড়ে উদ্বেগের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন থেকেও সমর্থন ও শুভকামনা আসছে বলে দলীয় সূত্র জানায়।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর