ঢাকা: বন্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি স্বয়ংক্রিয় ও স্বচ্ছ করতে আগামী ১ জানুয়ারি থেকে ‘কাস্টমস বন্ড ব্যবস্থাপনা সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সোমবার (০১ ডিসেম্বর) সংস্থাটি থেকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।
এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলো এতদিন কাঁচামাল আমদানির জন্য মূলত ম্যানুয়াল পদ্ধতিতে ইউটিলাইজেশন পারমিট (ইউপি) গ্রহণ করত। যদিও ২০২৫ সালের শুরুতে সিবিএমএস চালু হয়, তবে ব্যবহার বাধ্যতামূলক না থাকায় বেশিরভাগ প্রতিষ্ঠান এখনো অনলাইনে সেবায় আসেনি। ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারটিতে প্রয়োজনীয় সংশোধন এনে আরও সহজ ও ব্যবহারবান্ধব করা হয়েছে বলেও জানায় এনবিআর।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জানুয়ারি থেকে ইউপি ইস্যু ও গ্রহণ সংক্রান্ত সব কার্যক্রম কেবলমাত্র সিবিএমএস-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। বন্ড কমিশনারেটগুলো ওই তারিখের পর আর কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করবে না।
সিবিএমএস বাধ্যতামূলক করার সুবিধাগুলোর মধ্যে রয়েছে- এতে সেবা প্রদানে দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
সময় ও ব্যয় সাশ্রয় হবে;
কাঁচামালের ইনপুট-আউটপুট হিসাব স্বয়ংক্রিয় হওয়ায় অনিয়ম কমবে;
ম্যানুয়াল কাগজপত্রের ঝামেলা দূর হবে; এবং
বন্ড সংক্রান্ত জটিলতা ও বিবাদ উল্লেখযোগ্যভাবে কমবে।